মৌলভীবাজার (শ্রীমঙ্গল) প্রতিনিধি //
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন বিভিন্ন ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) উপজেলার ৩টি ইউনিয়নের পৃথক অনুষ্টানে এসব শীতবস্ত্র বিতরণ করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মহসিন মিয়া মধু।
দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার কালাপুর ইউনিয়নের নোয়াগাঁও, আশিদ্রোন ইউনিয়নের ভোজপুর এবং শ্রীমঙ্গল সদর ইউনিয়নের রাধানগর জেরিন চা বাগান এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন মহসিন মিয়া মধু।
তিনি বলেন, এই শীতে অসহায় মানুষের কথা ভেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দরিদ্র-হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে প্রায় সাড়ে ১২ হাজার পিস কম্বল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সবগুলো ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করা হবে।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.