প্রতীকী ছবি।
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি //
সিলেটের জৈন্তাপুরে গাছ কাটতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার দরবস্ত রনিফৌদ গ্রামে।
নিহত ব্যক্তি হলেন-দরবস্ত ইউনিয়নের বালিদারা গ্রামের মকবুল আলীর ছেলে আলী আহমদ।
জানা গেছে, সোমবার বিকেলে দরবস্ত রনিফৌদ গ্রামের আল আমিন নামক এক ব্যক্তির বাড়িতে তিনি গাছ কাটার কাজ করছিলেন। এসময় একটি গাছ থেকে নামার চেষ্টা করলে অসাবধানতাবশত মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হিল্লোল সাহা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়।
মতামত পেশ করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.