• ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

তুরস্কের রাস্ট্রদূতের সাথে সাক্ষাৎ করলেন আব্দুর রহিম রিপন

admin
প্রকাশিত ২৫ ডিসেম্বর, বুধবার, ২০২৪ ১৫:৫১:০৭
তুরস্কের রাস্ট্রদূতের সাথে সাক্ষাৎ করলেন আব্দুর রহিম রিপন

মৌলভীবাজার প্রতিনিধি //


ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মি: রামিস সেন এর আমন্ত্রনে সিলেট অঞ্চলের ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ফলপ্রসূ সাক্ষাত করেছেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুর রহিম রিপন।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার কূটনৈতিক পাড়ার মাদানি এভিনিউতে তুরস্কের দূতাবাসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা যায়, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে তুর্কি অ্যাম্বেসির আমন্ত্রণে আব্দুর রহিম রিপন এ বৈঠকে যোগ দেন । বৈঠকে সিলেট ডিভিশনের চারটি চেম্বারের ব্যবসায়ীদের জন্য তুরস্কের ভিসা সহজীকরণ, তুরস্কের সাথে ব্যবসার প্রসার, কৃষি জাত পণ্য বাজারজাত করণ ও দু-দেশের ব্যবসায়িদের মধ্যে শক্তিশালী বন্ধন এবং ভবিষ্যত সহযোগিতা গড়ে তোলার জন্য রাস্ট্রদূতকে অনুরোধ জানান। বিশেষ করে সিলেট অঞ্চলের কৃষি জাত পণ্য তুরস্কে রপ্তানির জন্য আরও জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য সিলেট অঞ্চলের ব্যবসায়িরা উন্মুখ হয়ে আছে ।

বৈঠকে উপস্থিত ছিলেন – তুরস্ক দূতাবাসের কমার্শিয়াল মিনিস্টার মি: বিলাল বেলিইয়র্ট,তুরষ্ক প্রজাতন্ত্রের সংস্কৃতি -পর্যটন মন্ত্রনালয়ের তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার পরিচালক সেভকি মারথ বারিশ, বৃটিশ বাংলাদেশ চেম্বারের মিডিয়া এন্ড পাবলিসিটি ডিরেক্টর মিসবাহ আহমেদ চৌধুরী।

মতামত পেশ করে আমাদের সঙ্গেই থাকুন।