ছবি-সংগৃহীত।
আন্তর্জাতিক ডেস্ক //
ফিলিস্তিনের গাজা এবং ইয়েমেনে ইসরায়েলি হামলা বন্ধ না হলে এবার মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাাঁটিগুলোতে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী মঙ্গলবার এ হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ইয়েমেনে হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু করা হবে। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি সাফাকের।
মোহাম্মদ আলী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করে ওয়াশিংটনকে কঠোর হুশিয়ারি দেন।
এতে তিনি বলেন, আমরা ইয়েমেনে হামলা বন্ধ করতে আমেরিকানদের সতর্ক করছি। যদি তারা এসব বন্ধ না করে, আমরা যে কোনো রেড লাইন উপেক্ষা করে এই অঞ্চলে মার্কিন স্বার্থে আঘাত করব।
লোহিত সাগরে গত রোববার একটি বিমানবাহী রণতরীতে হামলা এবং একটি মার্কিন এফ-১৮ ফাইটার জেটকে গুলি করে ভূপাতিত করার দাবি করার পর এবার এ হুশিয়ারি দিল হুথি।
লোহিত সাগরে ওই মার্কিন রণতরীতে আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১৭টি ড্রোন দিয়ে হামলা চালায় হুথিরা।এসব হামলা প্রতিহত করতে গিয়ে মার্কিন ওই এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল।
ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এর আগে গত রবিবার দাবি করেছিল মার্কিন যুদ্ধবিমান লোহিত সাগরের ওপর ভুল করে নিজেদের গুলিতে ভূপাতিত হয়েছে।
ইয়েমেনের উপকূলীয় শহর আল-হুদাইদাহ এবং রাজধানী সানায় গত বৃহস্পতিবার ইসরায়েলি যুদ্ধবিমান ব্যপক হামলা চালায়, ওই হামলার প্রতিশোধ নিতেই হুথিরা মার্কিন রণতরীতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চালায়।
এ নিয়ে জুলাই থেকে এ পর্যন্ত ইয়েমেনে হুথি-নিয়ন্ত্রিত স্থানগুলিতে ইসরায়েল ৩ বার বিমান হামলা চালিয়েছে।
গাজায় গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনি ভাইদের প্রতি একাত্বতা প্রকাশ করতে লোহিত ও এডেন সাগরে ইসয়েলি পণ্যবাহী জাহাজ বা ইসরায়েলি মালিকানাধীন জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে।
মতামত দিয়ে সাথেই থাকুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.