জুয়েল চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি //
হবিগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার নাতিরাবাদ এলাকার বাসিন্দা মৃত মরম আলীর পুত্র মেরাজ আহমেদ বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করেন।
মামলার প্রধান আসামি হলেন, সাবেক এমপি আলহাজ্ব এডভোকেট আবু জাহির, সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, সাবেক মেয়র আতাউর রহমান সেলিম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, বাস মালি সমিতির সেক্রেটারি শংঙ্খ শুভ্র রায়, শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছালেক মিয়া, পিটিআই সড়কের প্রফেসর জাবেদ আলী, এডভোকেট নীলাদ্রি শেখর পুরকায়স্থ টিটু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিন আহমেদ, নুর উদ্দিন বুলবুল, রাজিব আহমেদ সফিক, জয়নাল আবেদীন রাসেল, এডভোকেট সামছুল ইসলাম সামসু, শ্যামল কান্তি রায়সহ ৭৯ জন সহ অজ্ঞাত ১শ' জন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় বাদী মারাজকে পিটিয়ে গুরুত্বর জখম করে আসামিরা। ওসি আলমগীর কবির বলেন, যেহেতু মামলা রুজু, সেহেতু আসামি ধরতে অভিযান অব্যাহত আছে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.