জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি //
সিলেটের জৈন্তাপুরে সীমান্তবর্তী এলাকায় ভারতীয় খাসীয়ার গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।
বিজিবি সূত্রে জানায়, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর অনুমান একটার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৮২/৭-এস হতে আনুমানিক ৬০ গজ ভারতের অভ্যন্তরে মোঃ মারুফ মিয়া ভারতের অভ্যন্তরে খাসিয়াদের সুপারিবাগান এলাকায় প্রবেশ করে। এ সময় খাসিয়াদের সাথে দ্বন্দের এক পর্যায়ে ভারতীয় খাসিয়া নাগরিক কর্তৃক একনলা গাঁদা বন্দুক দিয়ে মারুফকে উদ্দেশ্য করে ০১ (এক) রাউন্ড গুলি করে। পরবর্তীতে তার সাথে থাকা অন্যরা মারুফকে গুরুতর আহত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসে এবং তার পরিবার চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে দুপুর ৩:০০ ঘটিকায় মৃত ঘোষনা করেন।
নিহত যুবক জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী ঝিঙ্গাবাড়ি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে মারুফ মিয়া (১৬)।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ'র সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি জানান, গোয়েন্দা সুত্রে ফায়ারের ঘটনা জানার সাথে সাথে ১.৫ কিঃমিঃ দুরে ১২৮৫ পিলারের কাছে থাকা বিজিবি টহলদল দ্রুত ঘটনাস্থলে গমন করে।
পরে বিজিবি মিনাটিলা বিওপি কতৃক বিএসএফ রংটিলা বিওপিকে প্রতিবাদ জানানো হয়।বিজিবি কোম্পানী কমান্ডার পর্যায়ে বিকেল ৪:৩০ ঘটিকায় পতাকা বৈঠক করে প্রতিবাদলিপি এবং উক্ত ভারতীয় নাগরিককে দ্রুত আইনের আওতায় আনার জন্য বলা হয়েছে।
তিনি আরো বলেন ৪৮ বিজিবি ভারতীয় ০৪ বিএসএফের কমান্ড্যান্ট এর সাথে আলোচনা করে অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য বলেন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.