• ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা সফর, ১৪৪৭ হিজরি

শেরপুরে যাত্রীবাহী বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ: নিহত ৫

admin
প্রকাশিত ২৯ ডিসেম্বর, রবিবার, ২০২৪ ১৫:১১:০১
শেরপুরে যাত্রীবাহী বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ: নিহত ৫

শেরপুর প্রতিনিধি //


শেরপুরে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের শেরপুর-ময়মনসিংহ সড়কের জোড়া পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ, ফায়ার সার্ভিস। উদ্ধারকাজে তাদের সহায়তা করছেন স্থানীয়রারা।

তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় পাওয়া যায়নি।

সদর থানার ওসি জুবায়দুল আলম বলেন, সকালে বাসের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে।

মূল্যবান মতামত জানান।