এম মুসলিম চৌধুরী, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সুহিত রঞ্জন দাশ এর সখের ছাদ বাগানে ঝুলছে থোকায় থোকায় হলুদ কমলা। ছাদে উঠলেই মনে হবে এটি কোন পেশাদার চাষির বাগানো ফলানো কমলা। গাছে ঝুলন্ত হলুদ রঙের পাকা ও আধাপাকা কমলা দেখলেই মন জুড়িয়ে যায়। পাতার ফাঁকে ফাঁকে উঁকি দেওয়া কমলার এমন দৃশ্য দেখে ভালো না লাগার কারণ নেই।
ইউটিউভে দেখেছি অনেকে বাসার ছাদে কমলা এবং মাল্টার ছাদ বাগান চাষ হচ্ছে। সেই থেকে আমার ইচ্ছে হয় বাড়ির ছাদে এরকম একটি কমলার বাগান করার। প্রথমে আমার এক আত্মীয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে সেখান থেকে চায়না থ্রি জাতের কমলার চারা এনে ছাদ বাগানে রোপণ করি। গাছে কোনো রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করিনি। শুধু গোবর সার ব্যবহার করি। গাছ লাগানে দুই বছরের মধ্যে কমলা ধরেছে। এক একটি গাছে ৮০ থেকে ৯০টি কমলা ধরেছে। ছাদ বাগানে কমলা ছাড়াও মালটা, সফেদা, আম, ডালিম, আমড়া বাগান করেছেন বলে জানান শ্রীমঙ্গলের সবুজবাগ আবাসিক এলাকার ডা: সুহিত রঞ্জন দাশ।
সুহিত রঞ্জনের ছাদ বাগানের পাকা কমলার কিছু ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করলে প্রতিদিন কেউ না কেউ বাগানটি আসেন তার বাড়িতে। কমলার বাগান দেখতে আসা বিশ্বজিৎ রায় লিটন বলেন, শ্রীমঙ্গলের ছাদ বাগানে কমলা আর মাল্টার চাষ এই প্রথম দেখলাম। গাছে থোকায় থোকায় ঝুলে থাকা কমলা, মাল্টা আর অন্যান্য ফুল ও ফুল দেখে ভালো লাগলো।
তিনি বলেন, এ ছাদে কমলা ও মাল্টা ফলগুলো আকারে যেমন বড় ,খেতেও সুমিষ্ট। এমন একটি ফল বাগান করার কথা ইচ্ছে আছে বলে জানান বিশ্বজিৎ রায় লিটন। ছাদ বাগান দেখতে আসা শিক্ষক সুমন সরকার বলেন, ছাদে এমন ফলের বাগান দেখে ভালো লেগেছে। কমলার সাইজ এবং গুণগত মান অনেক ভালো এবং দেখতে আকর্শনীয়। আমাদের প্রায় সবারই বাড়িতে কিছু না কিছু পতিত জমি থাকে। এসব জমিতে বা বাড়ির ছাদে শুধু ফল নয় সবজিসহ বিভিন্ন ফুলের চাষ করলে সফলতা আসবেই।
নিয়মিত সংবাদ পড়ুন, আমাদের সাথেই যুক্ত হোন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.