শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //
বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের আয়োজনে শ্রীমঙ্গলে জাতীয় পর্যায়ের শাপলা কাব অ্যাওয়ার্ড ২০২৩ সালের প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শাপলা কাব অ্যাওয়ার্ড লিখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর পর মৌখিক পরীক্ষা ও সাঁতার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড পরীক্ষায় পরীক্ষায় পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার উপ পরিচালক তাপস কান্তি গোলদার, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের লিডার ট্রেইনার সেলিনা বেগম, ঢাকা সানরাইজ ওপেন স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক মো. সহিদুজ্জামান সানি।
বাংলাদেশ স্কাউটস জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড পরীক্ষায় শ্রীমঙ্গল উপজেলা থেকে ২৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেনি।
এ বিষয়ে বাংলাদেশ স্কাউটস মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার উপ পরিচালক তাপস কান্তি গোলদার বলেন, শাপলা কাব অ্যাওয়ার্ড এটি কাব স্কাউটসের সর্বোচ্চ একটি অ্যাওয়ার্ড। জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক ও সাঁতারে যারা চূড়ান্ত নির্বাচিত হবেন তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী / প্রধান উপদেষ্টা এ অ্যাওয়ার্ড প্রদান করে থাকেন।
আপনাদের মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.