ফাইল ছবি।
আন্তর্জাতিক ডেস্ক //
কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া আজারবাইজান এয়ারলাইনসের বিমানটি রাশিয়া গুলি করে ভুপাতিত করেছে বলে মন্তব্য করেছেন আজারবাইজানীয় প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। এ দুর্ঘটনায় রাশিয়ার আক্রমণকে অনিচ্ছাকৃত বলেছেন তিনি। তবে ইলহাম মস্কোকে দিনের পর দিন এই বিষয়টি চেপে রাখার চেষ্টার জন্য অভিযুক্ত করেছেন।
এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ডয়চে ভেলে।
গত বুধবার আজারবাইজানের রাজধানী বাকু থেকে প্রতিবেশী রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় চেচনিয়া প্রজাতন্ত্রের রাজধানী গ্রজনিতে যাচ্ছিল ফ্লাইট জে২-৮২৪৩। উড়োজাহাজটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে ৬৭ জন আরোহী ছিলেন। বিধ্বস্ত হয়ে অন্তত ৩৮ জন আরোহী নিহত হন।
এর একদিন পর আজারবাইজানের তদন্তের প্রাথমিক ফলাফলের বিষয়ে অবগত চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইউক্রেনীয় ড্রোন ভেবে সেখানে আঘাত করে।
রোববার (২৯ ডিসেম্বর) আজারবাইজানের রাষ্ট্রীয় টেলিভিশনকে আলিয়েভ বলেন, আমরা স্পষ্টভাবে বলতে পারি যে বিমানটি রাশিয়ার ছোঁড়া গুলিতে ভুপাতিত হয়। আমরা বলছি না যে এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, তবে এমনটি করা হয়েছে।
আলিয়েভ বলেন, কাজাখস্তানে বুধবার বিধ্বস্ত হওয়া বিমানটিতে রাশিয়ার ভূখণ্ড থেকে গুলি করা হয় এবং বিমানটি ইলেকট্রনিক যুদ্ধকৌশলের মাধ্যমে অনিয়ন্ত্রিত হয়ে পড়ে।
আলিয়েভ রাশিয়াকে কয়েকদিন ধরে এই বিষয়টি চেপে রাখার চেষ্টার জন্য অভিযুক্ত করেছেন, এবং তিনি বলেছেন যে রুশ কর্মকর্তাদের দ্বারা উপস্থাপিত ঘটনার বিভিন্ন ব্যাখ্যায় তিনি বিস্মিত এবং হতাশ।
তিনি বলেন, দুর্ভাগ্যবশত, প্রথম তিন দিন আমরা রাশিয়ার কাছ থেকে বিভ্রান্তিকর ব্যাখ্যা ছাড়া কিছুই শুনিনি।
এদিকে গত শনিবার বিমান বিধ্বস্তের ‘দুঃখজনক ঘটনাটির’ জন্য ক্ষমা চেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করতে গেলে ভুলবশত যাত্রীবাহী ওই বিমান ভূপাতিত হয়। তবে শুরুতে এসব অভিযোগের বিরুদ্ধে সতর্ক বার্তা উচ্চারণ করেছিল রুশ কর্তৃপক্ষ।
নিয়মিত সংবাদের সাথেই যুক্ত থাকুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.