নিজস্ব প্রতিবেদক //
সিলেটের শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্র’র অভিযানে অর্ধকোটি টাকার উর্ধ্বে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সুরমা গেট বাইপাশ এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ সহ দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত মালামালের আনূমানিক বাজার মূল্য ৫১,১৭,০০০ টাকা।
জানা গেছে, রোববার রাতে সীমান্তবর্তী জৈন্তাপুর এলাকা থেকে ট্রাক ভর্তী ভারতীয় চোরাই পণ্যের একটি চালান পাচারের গোপন সংবাদ পায় পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সুরমা গেট বাইপাশ পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ট্রাক ভর্তী বিভিন্ন ধরণের কসমেটিকস সামগ্রীসহ ট্রাকটি জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় দুইজনকে। গ্রেপ্তারকৃত সহযোগীরা মালামালের মালিকের নাম রহমত উল্ল্যাহ বলে স্বীকারোক্তিমূলক পুলিশের কাছে জবানবন্দি দেয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-রাজশাহী জেলার কাটাখালি থানার শ্যামপুর(পশ্চিমপাড়া) গ্রামের মৃত আবুল কাশেম এর ছেলে আব্দুল রশিদ (৩৮) ও একই জেলার চন্দ্রিমার খরখরী গ্রামের এন্তাজ আলীর ছেলে মোঃ সুমন আলী (৪৪)।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দিকনির্দেশনায় শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অফিসার ইনচার্জ এর তত্তাবধানে অভিযানের নেতৃত্ব দেন শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্র’র এসআই (নিঃ) মোঃ সানাউল ইসলাম।
মুঠোফোনে এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ। তিনি বলেন, এসব অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে পুলিশ সোচ্চার রয়েছে।
সংবাদ পড়ুন, মতামত জানান।