ঢাকা //
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ ফর ইউনিটিকে কেন্দ্র করে শেখ হাসিনার ফাঁসি চাই মিছিল-স্লোগানে উত্তাল হয়েছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে শহীদ মিনার এলাকায় স্লোগান ওঠে শেখ হাসিনার ফাঁসি চাই। এ সময় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে শেখ হাসিনা ও জুলাই-আগস্ট গণহত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানান।
এর আগে সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।
এ সময় ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’, ‘ভারতীয় আগ্রাসন নিপাত যাক’, ‘গোলামি না আজাদি, আজাদি-আজাদি’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’-প্রভৃতি স্লোগান দিতে শোনা যায় বিক্ষোভকারীদের।
বক্তারা বলেন, শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি, এর মধ্যে স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছেন কেউ কেউ। যখনই আমরা চিরতরে দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করতে চাই, তখনই সুশীল বেশে কিছু ব্যক্তি ও দল বিরোধিতায় নেমে যায়। আমরা প্রয়োজনে তাদেরও প্রতিহত করবো।
দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীদের শহীদ মিনারের আশপাশে অবস্থান নিতে দেখা গেছে। সামনের দিকে চেয়ার বিছিয়ে শহীদ মিনার সামনেও অনেক বিপ্লবীদের অবস্থান করতে দেখা যায়। অনেকের মাথায় দেশের পতাকা বাধা রয়েছে।
এছাড়াও চট্টগ্রাম, নাটোর, পঞ্চগড়, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে আসা ছাত্র-জনতাও সকাল থেকে শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেন এবং পর্যায়ক্রমে তারা মিছিল নিয়ে শহীদ মিনারে আসতে থাকেন।
ভোরে সিলেট থেকেও এসেছেন শিক্ষার্থীরা। তারা সকাল থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নিয়েছেন।
শিক্ষার্থীরা বলেন, আমরা চাই না বিপ্লব ব্যর্থ হয়ে যাক। আমরা চাই বিপ্লব যেন আগামীর স্বপ্নের দেশ গড়তে ভূমিকা রাখে। এ সময় তারা ফ্যাসিবাদবিরোধী শপথে সারাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজ শহীদ মিনারে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল। পরে অন্তর্বর্তী সরকার এ ঘোষণাপত্র পাঠ করবে জানালে ঘোষণাপত্র পাঠ হবে কি না তা নিয়ে বিভ্রান্তি শুরু হয়।
সোমবার রাত পৌনে ২টার দিকে বাংলামোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বলা হয়, মঙ্গলবার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ (ঐক্যের জন্য যাত্রা) কর্মসূচি পালন করা হবে।
নিয়মিত সংবাদের সাথে যুক্ত থাকুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.