• ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আগের সব রের্কড ভেঙ্গে প্রবাসী রেমিট্যান্স এলো ২৬৪ কোটি ডলার

admin
প্রকাশিত ০১ জানুয়ারি, বুধবার, ২০২৫ ২০:৫৬:৫১
আগের সব রের্কড ভেঙ্গে প্রবাসী রেমিট্যান্স এলো ২৬৪ কোটি ডলার

অর্থনৈতকি রির্পোটার //


আগের সব রেকর্ড ভেঙে একক মাস হিসেবে দেশে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে গত ডিসেম্বরে। এ মাসে প্রবাসীরা ২৬৪ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন, যা দেশ স্বাধীন হওয়ার পর সর্বাধিক।

এর আগে এক মাসে সবচেয়ে বেশি ২৬০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাই মাসে। করোনার কারণে তখন হুন্ডি চাহিদা কমে যাওয়ায় ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়ে।

বছরভিত্তিক হিসাবেও সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ২০২৪ সালে। গতবছর এসেছে ২ হাজার ৬৮৯ কোটি ডলার, যা আগের বছর ছিল ২ হাজার ১৯২ কোটি ডলার। এ হিসেবে রেমিট্যান্স বেড়েছে ৪৯৭ কোটি ডলার, যা ২২ দশমিক ৬৯ শতাংশ। সাম্প্রতিক কোনো বছরে এতো রেমিট্যান্স আসেনি। মূলত সরকার পরিবর্তনের পর অর্থপাচার ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থানসহ বিভিন্ন কারণে হুন্ডি কমে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা। আবার নভেম্বর পর্যন্ত রপ্তানিও প্রবৃদ্ধি ছিল ১২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত বাড়ছে। এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের (এডিবি) ঋণের ৫০ কোটি ডলার যোগ হওয়ার পর গত ২৯ ডিসেম্বর রিজার্ভ দাঁড়িয়েছে ২১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। আগের রোববার যা ছিল ২০ দশমিক ১৭ বিলিয়ন ডলার। এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) সেপ্টেম্বর–অক্টোবর সময়ের দেড় বিলিয়ন ডলার পরিশোধের পর গত ১১ নভেম্বর রিজার্ভ নেমেছিল ১৮ দশমিক ৪৬ বিলিয়নে। এ নিয়ে এক মাস ১৮ দিনে রিজার্ভে নতুন করে যোগ হয়েছে ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। শিগগিরই বিশ্বব্যাংকের আরও ১ বিলিয়ন ডলার রিজার্ভে যোগ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদের সাথে যুক্ত থাকুন।