• ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রজব, ১৪৪৬ হিজরি

শ্রীমঙ্গল থেকে অপহরণ ইংল্যান্ড প্রবাসী হবিগঞ্জ শহরে উদ্ধার

admin
প্রকাশিত ০১ জানুয়ারি, বুধবার, ২০২৫ ১২:১১:৩১
শ্রীমঙ্গল থেকে অপহরণ ইংল্যান্ড প্রবাসী হবিগঞ্জ শহরে উদ্ধার

জুয়েল চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি //


শ্রীমঙ্গল থেকে অপহরণকৃত হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা ইংল্যান্ড প্রবাসী বিলাল উল্ল্যাহকে উদ্ধার করা হয়েছে। পুলিশ অপহরণকারীদের ব্যবহৃত মোটর সাইকেল ও অপহরণ হওয়া ইংল্যান্ড প্রবাসীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারীরা পালিয়ে যায়।

পুলিশ সূত্র জানায়, গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা বানিয়াচং উপজেলার গুনই গ্রামের ইংল্যান্ড প্রবাসী বিল্লাত উল্ল্যাহ শ্রীমঙ্গলে ঘুরতে আসেন। এ সময় অপহরণকারীর চক্রের সদস্যরা তাকে কৌশলে অপহরণ করে শ্রীমঙ্গল শহরের কলেজ রোড এলাকার একটি বাসায় নিয়ে আসে। বিকেল ২ টার দিকে বিল্লাত উল্ল্যাহ বাসায় অপহরণকারীরা ফোন করে ৬ লাখ মুক্তিপণ দাবি করেন। অন্যথায় তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়। অপহরণকারীদের হুমকিতে আতংকিত হয়ে বিলাত উল্ল্যাহ পরিবার ২ লাখ টাকা বিকাশের মাধ্যমে অপহরণকারীদের দেন। পরবর্তীতে অপহরণকারীরা আরো ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

পরে বিল্লাত উল্ল্যাহ ছোট ভাই শেখ জালাল এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ প্রেক্ষিতে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ, ডিবি পুলিশ, র্যাব, পিবিআই মোবাইল ট্যাকিং মাধ্যমে অপহরণকারীদের নজরধারী করেন। বিশেষ করে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত সজল সরকার, এস আই সাইফুল ইসলাম ও ডিবি পুলিশের এস আই শিহাব উদ্দিন ও এস আই মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি টিম ধরার জন্য রাতভর হবিগঞ্জ ও শ্রীমঙ্গলের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। রাত ৪ টার দিকে পুলিশ মোবাইল ট্যাকিং এর মাধ্যমে নিশ্চিত হন অপহরণকারী চক্রের একটি টিম আধ্যপাশা এলাকায় অবস্থান করছেন। এ সময় পুলিশ অপহৃত বিল্লাত উল্ল্যাহর ছোট ভাই জালালকে সরাসরি ৪ লাখ টাকা অপহরণকারীদের দেওয়ার জন্য কথা বলতেন বলেন। এক পর্যায়ে শেক জালাল অপহরণকারীদের সাথে কথা বলেন।

অপহরণকারীরা জানান, ঢাকা সিলেট মহাসড়কের লস্করপুর এলাকায় রাস্তার পাশে একটি ব্যাগের মধ্যে টাকা রাখার কথা বলেন। অপহরণকারীদের কথা মত শেখ জালাল সেখানে টাকার ব্যাগ রাখেন। টাকার ব্যাগ রাখার কিছুক্ষন পরই অপহরণকারী চক্রের দুই সদস্য মোটর সাইকেল চালিয়ে টাকার ব্যাগ নিতে আসে। এ সময় অপহরণকারীদের ধাওয়া করলে অপহরণকারী মোটর সাইকেল ও অপহৃত বিল্লাত উল্ল্যাহ মোবাইল ফোন রাস্তা ফেলে হাওর দিয়ে দৌড় দিয়ে পালিয়ে যায়। এ দিকে রাতভর আটক করে ইংল্যান্ড প্রবাসী বিল্লাত উল্ল্যাহকে নির্যাতন করে অপহরণকারীরা।

গতকাল মঙ্গলবার রাত ও পুলিশ শ্রীমঙ্গলে অভিযান পরিচালনা করেন। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত সজল সরকার জানান, অপহরণকারীদের গ্রেফতারে আমাদের অভিযান চলছে। এব্যাপারে মামলা নেওয়া হবে।