• ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রজব, ১৪৪৬ হিজরি

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যেগে কম্বল বিতরণ

admin
প্রকাশিত ০১ জানুয়ারি, বুধবার, ২০২৫ ২১:২১:৩১
শ্রীমঙ্গল পৌরসভার উদ্যেগে কম্বল বিতরণ

মৌলভীবাজার (শ্রীমঙ্গল) প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে পৌরসভা প্রাঙ্গণে এ কম্বর বিতরণ করা হয়। এর আগে মঙ্গলবার দুপুরে এ কম্বর বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল পৌরসভার প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার করসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী গণ।

শ্রীমঙ্গল পৌরসভার ৯টি ওয়ার্ডের হতদরিদ্র ৬৯০ জন মানুষের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হবে।
মতামত জানান।