ঢাকা //
হালনাগাদ শেষে আজ বৃহস্পতিবার প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। তালিকা প্রকাশের পর আপত্তি সংশোধন শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার এ তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল ইসলাম।
আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
এর আগে তিনি বলেছেন, এ পর্যন্ত ১৭ লাখ ভোটারের তথ্য ইসির হাতে আছে, তারা ২ জানুয়ারি সেটা সন্নিবেশ করবেন। তবে পূর্ণাঙ্গ হলে এই সংখ্যা ৪৫ লাখ পর্যন্ত হতে পারত বলেও জানান তিনি।
নির্বাচন কমিশনার আরও বলেন, যারা বাদ পড়েছেন, বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করা হবে। এ ছাড়া ২০২৬ সালের ১ জানুয়ারি যারা ভোটার হওয়ার যোগ্য হবেন তাদের তথ্যও সংগ্রহ করা হবে। মার্চের পর থেকে হাতে নেওয়া হবে এই কার্যক্রম।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হতে পারে। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে ভোটার রয়েছেন ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।
সংবাদের সাথে যুক্ত থাকুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.