
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি //
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জৈন্তাপুর উপজেলা ও কলেজ ছাত্রদলের আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) “ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল” “শিক্ষা ঐক্য প্রগতি, ছাত্রদলের মুলনীতি” স্লোগানকে সামনে রেখে উপজেলার ঐতিহাসিক ফেরীঘাট ফুটবল মাঠে উপজেলার ৬টি ইউনিয়নকে দুইভাগে বিভক্ত করে সবুজ দল (১নং নিজপাঠ, ২নং জৈন্তাপুর, ৩নং চারিকাটা ইউনিয়ন) ও লাল দল (৪নং দরবস্ত, ৫নং ফতেপুর, ৬নং চিকনাগুল ইউনিয়ন) এ দুটি দল খেলায় অংশ গ্রহণ করে।
এসময় দুটি দলের মধ্যে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাওন আলমকে সবুজ টিমের টিম ম্যানেজার ও ভারপ্রাপ্ত সদস্য সচিব এম শাহীন আলমকে সবুজ টিমের টিম ম্যানাজারের দায়িত্বে খেলা পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১নং নিজপাঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, বিএনপি নেতা হারুনর রশীদ মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ, উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাহজাহান আহমেদ, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াছ, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কৃষকদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ, আব্দুল মতিন খসরু, তোফায়েল আহমেদ, জাহাঙ্গীর আলম, সদস্য ফারুক আহমেদ, ইমন আহমেদ ইমু, মাহফুজ আহমেদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আলীম উদ্দিন, জৈন্তিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কয়েছ আহমেদ লিমন, সদস্য সচিব জুবায়ের আহমেদ, হযরত শাহজালাল রহ. ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাহ্ মোহাম্মদ কিবরিয়া, ছাত্রদল নেতা নাদিম আহমেদ, নোমান আহমেদ, মামুনুর রশীদ প্রমুখ।
খেলা শেষে উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ খেলায় অংশগ্রহনকারী দুটি দলের বিজয়ী ও রানার্সআপ টিমকে পুরুষ্কার ও ম্যান অব দা ম্যাচ উভয় টিমের খেলোয়াড়দের হাতে তুলে দেন। এবং অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করেন।