শিপু-ছবি-সংগৃহীত।
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি //
গত বুধবার পহেলা জানুয়ারি ছাতকে ইংল্যান্ড প্রবাসীর বাড়িতে হামলা-ভাংচুর, ওসি জানেন না! শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর মাহমুদুর রহমান চৌধুরী (শিপু)'র বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। পাশাপাশি স্থানীয় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শিপু বিভিন্ন সময়ে ভিন্ন পরিচয়ে প্রতারণামুলক কাজে লিপ্ত। এনিয়ে তার বিরুদ্ধে দুটি প্রতারণার মামলা আদালতে চলমান রয়েছে। কখনও তিনি ট্র্যাভেলস ব্যবসায়ী, সিকিউরিটি কোঃ মালিক আবার নিজেকে স্বৈরাচার ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে খ্যাতি অর্জন করেছেন। ছদ্দবেশি শিপু ফ্যাসিষ্ট আওয়ামী লীগের যুব সংঘটনের নেতা পরিচয়ে এসব প্রতারণামুলক কর্মকান্ড শুরু করলেও এখনও থামছেনা তার দৌড়াত্ব। তার খপ্পরে পড়ে অনেকে অসহায়ত্ব বরন করছে। তার গ্রামের বাড়ি ছাতক থানার কালারুখা ইউনিয়নের শিমূলতলা গ্রামে হলেও বর্তমানে তিনি সিলেট মহানগরীর শাহী ঈদগাহ এলাকায় বসবাস করে এই ত্রাসের রাজত্ব গড়ে তোলেছে। এসব কর্মকান্ডে সার্বিক সহযোগিতা করছেন চাচাতো ভাই মসিউর রহমান চৌধুরী (কুটি)। ওই প্রবাসী বাড়ির সীমানা প্রাচীর দেয়াল গুড়িয়ে দেওয়ার পেছনে শিপু ও তার চাচাতো ভাই মসিউর একযোগে কাজ করেছেন।
এদিকে বিগত ২৬ ডিসেম্বর ইংল্যান্ড প্রবাসী রিপন চৌধুরীর নিকঠ দশ লক্ষ টাকা চাঁদা না পেয়ে বাড়ি-ঘরে হামলার চক কষলেও ব্যর্থ হয়ে বাড়ির সীমানা নির্মানের সময় নির্মিত দেয়াল-পিলার ও লিন্টেল ভেঙ্গে আর্থিক ভাবে প্রবাসী রিপন চৌধুরীকে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত করে। চাঁদা না পেলে জায়গা দখলে নেওয়াসহ প্রাণে হত্যার হুমকি দেয়। দীর্ঘদিন থেকে প্রবাসী রিপন দেশের বাহিরে থাকলেও প্রতিনিয়ত তার বাড়ির কেয়ার টেকার এর সাথে প্রাণনাশের হুমকি-ধমকি ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। অবশেষে বৃহস্পতিবার ( ২৬ ডিসেম্বর ২০২৪) পূর্ব পরিকল্পিত ভাবে সিলেট থেকে বেশ কয়েকজন বাড়াটিয়া দুর্বৃত্ত সন্ত্রাসী নিয়ে রিপন চৌধুরীর বাড়ির সীমানার দেয়াল গুড়িয়ে দেয়। পরে স্থানীয়দের ধাওয়ায় সটকে পড়ে প্রতারক শিপু গংরা। বর্তমানে স্থানীয় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রবাসী রিপন চৌধুরী।
সংবাদের সাথে যুক্ত থাকেন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.