দিনাজপুর প্রতিনিধি //
অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, আমরা ইতোমধ্যে ৪০ লাখের বেশি টিসিবির কার্ড বাতিল করেছি। বাতিল এবং সংযোজন দুটিই ডায়ানামিক প্রক্রিয়া। আমরা সেই প্রক্রিয়ার মধ্যেই আছি।
বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর জেলা প্রশাসন, সুধীজন ও টিসিবির ডিলারদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা বিভিন্ন এলাকায় ঘুরছি। রাজশাহী গিয়েছি, দিনাজপুরে এসেছি এবং অন্যান্য জেলাতেও যাবো। আমাদের মূল উদ্দেশ্য টিসিবিকে একমুখী করার পরিকল্পনা। এটা থেকে স্মার্টকার্ডে রূপান্তরের প্রচেষ্টা চলছে। টিসিবির বিদায়ী চেয়ারম্যান এবং সদ্য যোগদানকৃত চেয়ারম্যান রয়েছেন। আমরা তিনজন মিলে বিষয়গুলো সামগ্রিকভাবে বোঝার জন্য এসেছি।
বিরল স্থলবন্দর চালুর ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে ল্যান্ডপোর্টের দায়িত্বে যিনি রয়েছেন তিনি এর সঠিক জবাব দিতে পারবেন। আমার এ বিষয়ে তেমন কিছু জানা নেই।
দিনাজপুর টেক্সটাইল দীর্ঘদিন ধরে বন্ধ, এটি চালুর ব্যাপারে পদক্ষেপের বিষয়ে জানতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে এই বিষয়ে আমার কোনও তথ্য জানা নেই। যখন জানতে পারবো তখন আপনাদের জানাবো।
এসময় টিসিবির নবনিযুক্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সল আজাদ, বিদায়ী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে উপদেষ্টা শেখ বশির উদ্দীন দিনাজপুরের কাহারোল উপজেলার ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্মার্ট ফ্যামিলি কার্ডধারী উপকারভোগী জাহিদুল ইসলাম ও কানাইলাল রায়ের বাড়ি পরিদর্শন করেন এবং টিসিবির কার্ডের উপকারিতাসহ যাবতীয় খোঁজখবর নেন।
সংবাদের সাথে যুক্ত থাকুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.