স্টাফ রির্পোটার, হবিগঞ্জ //
হবিগঞ্জ সদর উপজেলার উচাইল থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে নগদ সাড়ে ৪ লক্ষ টাকা ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
গতকাল শনিবার রাতে সেনাবাহিনী ও সদর থানার ওসি আলমগীর কবিরের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উচাইল থেকে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন, ওই গ্রামের আকিল হোসেনের পুত্র ফজল মিয়া (৩০), ও মোস্তাফিজুর রহমানের ছেলে প্রাণ আর এল কোম্পানীর শ্রমিক নাজমুল হাসান (৩৫)। এ সময় তাদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দিয়ে তাদেরকে কোর্টে প্রেরণ করে।
মতামত জানান।