• ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রজব, ১৪৪৬ হিজরি

মাছুলিয়া সরকারি রাস্তা বন্ধ, জনদুর্ভোগ

admin
প্রকাশিত ০৫ জানুয়ারি, রবিবার, ২০২৫ ২৩:২৬:১০
মাছুলিয়া সরকারি রাস্তা বন্ধ, জনদুর্ভোগ

প্রতিনিধি, হবিগঞ্জ //


হবিগঞ্জ সদর উপজেলার মাছুলিয়া মৌজার এরার পাড়ের রাস্তা বন্ধ করে রেখেছে একদল ভূমিদস্যু। এতে ওই এলাকার মানুষের চলাচলে ব্যাঘাত ঘটছে। অনেকেই কাদা ও পানি মারিয়ে চলাচল করছেন। এতে করে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ লোকজনের নানা সমস্যা দেখা দিয়েছে। রাস্তায় প্রতিবন্ধকতা উচ্ছেদের জন্য জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ দেয়া দিয়েছে।

অভিযোগে জানা যায়, মাহমুদা এলাকার মৃত আব্দুল হেকিমের পুত্র যুবলীগ নেতা ও বৈষম্য বিরোধী আন্দোলনের এজাহারভুক্ত আসামি মো: সামছুজ্জামান তার দলবল নিয়ে এরার পাড়ে এলাকাবাসীর রাস্তায় জোরপূর্বক বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে। এ নিয়ে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে তারা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিবেন বলে জানা গেছে। অনতিবিলম্বে রাস্তায় প্রতিবন্ধকতা না তুললে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নিয়মিত সংবাদের সাথে যুক্ত থাকুন।