• ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রজব, ১৪৪৬ হিজরি

শার্ট প্যান্ট পড়ে ঢুকে মেয়েদের জামা পড়ে বের হয় চোর, ৫ লাখ টাকার মালামাল লুট

admin
প্রকাশিত ০৫ জানুয়ারি, রবিবার, ২০২৫ ২৩:৪১:২৫
শার্ট প্যান্ট পড়ে ঢুকে মেয়েদের জামা পড়ে বের হয় চোর, ৫ লাখ টাকার মালামাল লুট

হবিগঞ্জ, স্টাফ রির্পোটার //


হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজারে তামিম পোষাক বিতানে দিন-দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (৪ ডিসেম্বর) দুপুর ১১টার দিকে দোকানের সিলিং কেটে চুরি সংঘটিত হয়।

দোকানের কর্মচারীরা জানান, শনিবার ছিল সাপ্তাহিক ছুটির দিন। যে কারণে সকালের দিকে দোকান খোলা হয়নি। দুপুরে দোকানে এসে চুরির আলামত পাওয়া যায়। চোরেরা দোকানের সিলিং কেটে ঢুকে মূল্যবান পোষাক চুরি করে নিয়ে গেছে। এর মধ্যে ৪০টি শাড়ি ও লেহেঙ্গা, ২০টি আনরেডি পোষাক, ৩০টি থ্রিপিস ও ২০ বান্ডিল লুঙ্গি। এসব মালামালের আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকার বেশি।

তবে সিসি ক্যামেরাতে দেখা যায়, যুবক চোর ভেন্টিলেটারে প্রবেশ করে এবং মেয়েদের পোশাক পড়ে বের হয়ে যায়। খবর পেয়ে ব্র্যাকস সভাপতি সামছুল হুদা, সাধারন সম্পাদক দেওয়ান আলমগীরসহ নেতৃবৃন্দ এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির দ্য ডেইলিমর্নিংসান’কে জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। এই চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা জোরদার এবং বাজারে পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়িরা।

মতামত জানান।