• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জের ল্যাব এইডে চিকিৎসা না করায় ডাক্তারের ওপর চড়াও, অবরোধ

admin
প্রকাশিত ০৫ জানুয়ারি, রবিবার, ২০২৫ ২৩:০৩:৩৩
হবিগঞ্জের ল্যাব এইডে চিকিৎসা না করায় ডাক্তারের ওপর চড়াও, অবরোধ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ থেকে জুয়েল চৌধুরী //


দালালদের আখড়ায় পরিণত হয়েছে হবিগঞ্জ সদর হাসপাতাল। এখন কর্মচারী এবং অন্যান্য দালালদের পাশাপাশি ডাক্তাররাও দালালি শুরু করেছেন। সামান্য আহত কিংবা অসুস্থ হয়ে হাসপাতালে এলে ভিন্ন অজুহাতে তাদেরকে শহরের নামিদামি কিছু প্রাইভেট হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। সেখানে যাবার পর চলে চিকিৎসার নামে গলাকাটা ব্যবসা। এমনই একটি ঘটনা ঘটেছে গতকাল শহরের ল্যাব এইড হাসপাতালে।

সদর হাসপাতালে অপারেশন না করে শহরের বেবিষ্ট্যান্ড এলাকার ল্যাব এইড হাসপাতালে করার কথা বললেও অপারেশন না করায় চিকিৎসক গৌতম বরণ মিস্ত্রির ওপর রোগীর স্বজনরা চড়াও হন। এ সময় রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে পড়লে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে জনসাধারণের দূর্ভোগ সৃষ্টি হয়।

জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের নিরাপত্তারক্ষী সদর উপজেলার জালালাবাদ গ্রামের মোঃ সামসুল হকের পুত্র মোঃ কামরুল ইসলাম আজ রবিবার ভোরে অফিসে যাবার পথে লাখাই সড়কে সিএনজির সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অর্থোপেডিক্স ডাক্তার গৌতম বরণ মিস্ত্রি তার চিকিৎসা না করে বলেন উন্নত চিকিৎসা করতে হলে ল্যাব এইড হাসপাতালে নিয়ে যেতে হবে। সেখানে অপারেশন করা হবে। সারাদিন যাবার পর রাত ৯টার দিকে তিনি বলেন, তার সময় নেই, তিনি অপারেশন করতে পারবেন না এবং রোগীকে সিলেট প্রেরণের পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন রোগীর স্বজনরা। তাদের বক্তব্য অপারেশন না করতে পারলে কি কারণে তিনি রোগীকে দিনভর ল্যাব এইড হাসপাতালে আটকে রাখেন। এ নিয়ে তারা উত্তেজিত হয়ে পড়লে বেবিস্ট্যান্ড টু বাসস্ট্যান্ড সড়কে আটকা পড়ে শত শত যানবাহন। এতে জরুরি কাজে যাওয়া লোকজন ভোগান্তিতে পড়েন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ সালিশের মাধ্যমে বিষয়টি দেখবেন বলে আশ্বস্থ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংবাদের সাথে যুক্ত থাকুন ।