• ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রজব, ১৪৪৬ হিজরি

মাধবপুরে এক সৌদি প্রবাসীর গৃহবধূর লাশ উদ্ধার

admin
প্রকাশিত ০৬ জানুয়ারি, সোমবার, ২০২৫ ১৮:৩৬:১০
মাধবপুরে এক সৌদি প্রবাসীর গৃহবধূর লাশ উদ্ধার

ফাইল ছবি।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি //


হবিগঞ্জ জেলার মাধবপুর পৌরসভার গুমিটিয়া গ্রাম থেকে এক সৌদি আরব প্রবাসী গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) সকাল ৭ টার দিকে বসত ঘরের দরজা ভেঙ্গে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত গৃহবধূ হলেন- গুমুটিয়া গ্রামের সৌদি প্রবাসী জাহাঙ্গির আলমের স্ত্রী ও চুনারুঘাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের চন্দনা গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে আসমা আক্তার (২৮)।

জানা গেছে, প্রায় সাড়ে তিন বছর আগে জাহাঙ্গীরের সঙ্গে আসমার বিয়ে হয়। আরিসা আক্তার নামে তাদের ৭ মাস বয়সের একটি কন্যাসন্তান রয়েছে। তবে সেটি হত্যা না আত্মহত্যা তাৎক্ষণিখ ভাবে বলতে পারছেনা পুলিশ।

এদিকে নিহতের বোন রাবেয়া আক্তার রত্না অভিযোগ করেছেন- তার বোনকে শ্বাশুড়ি নূরজাহান বেগম, ননদ তাসলিমা আক্তার ও দেবর মোশারফ হোসেন প্রায়ই মারধর করতেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন- পুলিশ ঘটনার সংবাদ পেয়ে সকালে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিয়মিত সংবাদ পড়ুন।