শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লন্ডন প্রবাসী মো. হাবিবুর রহমানের পক্ষ থেকে ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে শীতের পোষাক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত শীতবস্ত্র বিতরণী অনুষ্টানে স্কুলের দরিদ্র ও মেধাবী ১৫৬ জন শিশু শিক্ষার্থীর মাঝে শীতের পোষাক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কিশলয় চক্রবর্তী, উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর ফয়সল হোসেন, উদয়ন বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রহমত আলী, ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যান দেব, সাংবাদিক মিজানুর রহমান আলম ও স্বর্ণপদকপ্রাপ্ত সাংবাদিক আতাউর রহমান কাজল প্রমুখ।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.