• ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রজব, ১৪৪৬ হিজরি

ডিআইজিসহ ৫ পুলিশ কর্মকর্তাকে বদলি

admin
প্রকাশিত ০৮ জানুয়ারি, বুধবার, ২০২৫ ০৩:৩৮:১৬
ডিআইজিসহ ৫ পুলিশ কর্মকর্তাকে বদলি

ফাইল ছবি।
ঢাকা //


একজন ডিআইজিসহ ৫ পুলিশ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বদলি কর্মকর্তাদের মধ্যে পুলিশের বিশেষ শাখার ডিআইজি মো. সরওয়ারকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমানকে ডিএমপির যুগ্ম কমিশনার, রাজশাহীর সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনামুল হককে ডিএমপির যুগ্ম কমিশনার, এসবির পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানকে হবিগঞ্জের পুলিশ সুপার এবং ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন) আসলাম শাহাজাদার আদেশ বাতিল করে একই দপ্তরে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিয়মিত সংবাদের সাথে যুক্ত থাকুন।