• ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা সফর, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজার সীমান্ত এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি

admin
প্রকাশিত ০৮ জানুয়ারি, বুধবার, ২০২৫ ২১:২১:৫৭
মৌলভীবাজার সীমান্ত এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি

মৌলভীবাজার প্রতিনিধি //


মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীমঙ্গল সেক্টর ও শ্রীমঙ্গল ব্যাটালিয়ন।

বুধবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা সীমান্তে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ শ্রীমঙ্গল সেক্টর এর সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসিন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া ও শ্রীমঙ্গল সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর এ বি এম শাহরিয়ার সুমন ও ৪৬ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন। এছাড়াও বিতরণকালে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অন্যান্য অফিসার ও বিওপি কমান্ডারগণ,স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মসূচীর প্রথম দিনে সীমান্তবতীর্ এলাকায় পাঁচ শতাধিক মানুষের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করেন।

৪৬ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন জানান, মৌলভীবাজার জেলাধীন কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুরমা, মোকাবিল, চাম্পা রায় বিওপির দায়িত্বপূর্ণ দক্ষিন গোলের হাওর, চম্পা রায় এবং সরিষাবিল এলাকার শীতার্ত গরীব ও দুঃস্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। তিনি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সীমান্তবতীর্ এলাকার গরীব ও দুঃস্থ’ জনসাধারণদের আর্থসামাজিক ও জীবনযাত্রার মানোন্নয়নে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

মতামত ব্যক্ত করুন।