শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //
মেীলভীবাজারের শ্রীমঙ্গলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে উপজেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে শ্রীমঙ্গল ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী।
ইসলামিক ফাউণ্ডেশন শ্রীমঙ্গলের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ আব্দুল বারীর সভাপতিত্বে ও ইসলামিক ফাউণ্ডেশন অফিস সহকারী মো. আব্দুর রব এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মাওলানা আতাউল্লাহ, মাওলানা শরিফ উদ্দিন, মাওলানা মুজাহিদুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে উপজেলার ৪০ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম অংশগ্রহন করেন।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.