• ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রজব, ১৪৪৬ হিজরি

৫নং ফতেপুর ইউপি বিএনপির ৩নং ওয়ার্ড শাখার কর্মী সমাবেশ

admin
প্রকাশিত ০৯ জানুয়ারি, বৃহস্পতিবার, ২০২৫ ১৭:৪৬:৪৯
৫নং ফতেপুর ইউপি বিএনপির ৩নং ওয়ার্ড শাখার কর্মী সমাবেশ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি //


সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ড শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) রাত ৯টায় হরিপুর বাজার’স্থ হেমু হাউদপাড়া মিলনায়তনে ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ড শাখার সভাপতি আব্দুর রব এর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো: জাকারিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি ও ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের সহ- সাংগঠনিক এ্যাডভোকেট নিজাম উদ্দিন ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক মেম্বার, সহ-সভাপতি আলী হায়দার সায়মন, সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার ইলিয়াস আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামীদ, বৈদেশিক ও শ্রমবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, বিএনপি নেতা হেলাল আহমেদ,ফখরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়জুল হাসান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য নাদিম আহমেদ, হযরত শাহজালাল রহ. ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাহ্ মোহাম্মদ কিবরিয়া, ৫নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: সুয়েব আহমেদ, সাধারণ সম্পাদক জামাল আহমেদ, ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী( কুটি), বিএনপি নেতা শফিকুর রহমান শফিক, ফখরুল ইসলাম, পাখি মিয়া, জুবের আহমেদ প্রমুখ।

এ কর্মী সমাবেশের শুরুতেই সিলেট জেলা বিএনপির সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মরহুম ফারুক আহমেদ’র প্রতি গভীর শ্রদ্ধা ও স্বরণে দুই মিনিট নিরবতা পালন করেন।

এসময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এক হয়ে কাজ করার আহ্বান জানান।