• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ৪ চেয়ারম্যানসহ ৬৭ জন আসামি

admin
প্রকাশিত ১০ জানুয়ারি, শুক্রবার, ২০২৫ ২২:০৬:৩৭
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ৪ চেয়ারম্যানসহ ৬৭ জন আসামি

হবিগঞ্জ, আদালত প্রতিবেদক //


হবিগঞ্জ শহরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলাটি রুজু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর থানার ওসি আলমগীর কবির এজাহারের ভিত্তিতে মামলা রুজু করেন।

মামলার প্রধান আসামি হলো জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মাহি, ভাদেশ্বর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাউর রহমান সাহেদ, উবাহাটার সাবেক চেয়ারম্যান রজব আলী, ব্রাহ্মণডোরা চেয়ারম্যান আদিল হোসেন জজ মিয়া, তার ছেলে মনোয়ার হোসেন জাকারিয়া, চৌমহুনীর সাবেক চেয়ারম্যান আপন মিয়াসহ ৬৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
সংবাদ পড়ুন ও মতামত জানান।