হবিগঞ্জ প্রতিনিধি, জুয়েল চৌধুরী //
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের মেহেদীর দাগ মুছতে না মুছতেই বিয়ের ১৫ দিনের মাথায় বৃষ্টি সরকার (১৮) নামের এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই তার স্বামী ও শশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।
জানা যায়, সুফি সরকারের কন্যা বৃষ্টি সরকার লেখাপড়া করছিলো। সে সুন্দরী হওয়ায় একই এলাকার যুবক তাকে বিয়ের প্রস্তাব দেয়। ১৫ দিন আগে তাদের বিয়ে হয়। এরপর থেকেই বৃষ্টির ওপর চলে অমানবিক নির্যাতন। গতকাল শুক্রবার রাতে বৃষ্টির অচেতন দেহ তার শশুর বাড়িতে পাওয়া যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
লাশের সুরতহাল করে আজ শনিবার বিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। পরিবারের দাবি শশুর বাড়ির লোকজন তাকে হত্যা করেছে।
এবিষয়ে চুনারুঘাট থানার ওসি দ্য ডেইলিমর্নিংসান'কে জানান, ধারণা করা হচ্ছে বিষপানে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.