স্টাফ রির্পোটার, হবিগঞ্জ //
হবিগঞ্জ সদর হাসপাতালে এক অজ্ঞাত নারী মৃত্যুর সাথে লড়ছেন। তবে তার চিকিৎসা না হওয়ার কারণে তার জ্ঞান ফিরে আসেনি।
আজ শনিবার সকালে শহরের কোনো এক স্থান থেকে রক্তাক্ত অবস্থায় পাগলা মিজান তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। কিন্তু রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সে নিচে পড়ে থাকলেও কেউ তাকে চিকিৎসা করতে এগিয়ে আসেনি।
শুধুমাত্র মাথায় ব্যান্ডেজ করে নিচে ফেলে রাখা হয়েছে। ওষুধ কিংবা খাবার দেয়া হচ্ছে না। দ্য ডেইলিমর্নিংসান প্রতিবেদক তাকে ডাকাডাকি করলে সে কথা বলেনি। নার্স জানিয়েছে সে অচেতন রয়েছে।
নিয়মিত সংবাদ পড়ুন ও মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.