সিলেট, স্টাফ রির্পোটার //
সিলেট মহানগরীর শাহপরাণ (রহঃ) মাজার তদন্ত কেন্দ্র ফাঁড়ি পুলিশের অভিযানে প্রায় সাড়ে ৯ লাখ টাকার নিষিদ্ধকৃত ভারতীয় পণ্য সহ দুটি গাড়ি জব্দ করা হয়েছে ।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে বটেশ্বর এলাকার জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে থেকে এই পণ্য জব্দ করা হয়। এসময় পণ্য বোঝাই একটি প্রাইভেটকার ও সহযোগি মিনি পিকআপ আটক করা গেলেও গাড়িতে থাকা ৩ জন অজ্ঞাতনামা চোরাকারবারী পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে প্রাইভেট কারে থাকা ভারতীয় শাড়ি ও থ্রিপিস পাচারের উদ্দেশ্যে ভিন্ন কৌশল অবলম্বন করে চোরাকারবারীরা। তারা ভারতীয় পণ্য বোঝাই প্রাইভেটকার বিনষ্ট হয়ে যাওয়ার অভিনয় করে মিনি পিকআপ এর সহযোগীতায় দড়ি বেঁধে টেনে নিয়ে আসছিল। কিন্তু চৌকস ফাঁড়ি পুলিশের (নিঃ) এসআই মো. সানাউল ইসলাম ও তার নেতৃত্বাধীন থাকা একটি টহল দলের সন্দেহ হলে গাড়ি দুটি আটক করতে গেলে চোরাকারবারীরা গাড়ি রেখে পালিয়ে যায়। একপর্যায় প্রাইভেটকার তল্লাশিকালে বেরিয়ে আসে ৪১১ পিস ভারতীয় শাড়ি ও থ্রিপিস। যার আনুমানিক বাজার মুল্য সাড়ে ৯ লাখ টাকা। পরে মালামাল সহ গাড়ি দুটি জব্দ করে পুলিশ হেফাজতে নিয়ে নিয়মিত মামলা রুজু করা হয়।
এবিষয়ের সত্যতা দ্য ডেইলিমর্নিংসান'কে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
নিয়মিত সংবাদের সাথে যুক্ত থাকুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.