• ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

কুশিয়ারা নদীর পাড়ে ঐতিহ্যবাহী মাছের মেলায় উঠেছে নানান প্রজাতির মাছ

admin
প্রকাশিত ১৩ জানুয়ারি, সোমবার, ২০২৫ ২২:৪০:০৫
কুশিয়ারা নদীর পাড়ে ঐতিহ্যবাহী মাছের মেলায় উঠেছে নানান প্রজাতির মাছ

স্টাফ রির্পোটার, মৌলভীবাজার //


মৌলভীবাজারের শেরপুরে প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তির মাছের মেলায় উঠেছে নানান প্রজাতির মাছ। অন্যান্য মাছের পাশাপাশি মেলায় উঠেছে বড় আকারের বাঘাইড়, বোয়াল, রুই, কাতল, মৃগেল, কার্পসহ নানান প্রজাতির মাছ। এছাড়াও মেলায় রয়েছে নানান প্রজাতির দেশীয় ছোট মাছের পসরা।

মেলায় আসা বিরাট আকারের এক বোয়াল মাছের দাম বিক্রেতা চাইছে ৮৫ হাজার টাকা। অন্য এক বিত্রেতা ৪০ কেজি ওজনের এক কাতল মাছের দাম চাইছেন ৫৫ হাজার টাকা। আরেক বিক্রেতা কুশিয়ারা নদীর ৪০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছের দাম হাঁকছেন ৫৫ হাজার টাকা।

আয়োজকরা জানিয়েছেন শেরপুর কুশিয়ারা নদীর তীরে ঐতিহ্যবাহী এ মাছের মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে মাছ নিয়ে এসেছেন বিক্রেতারা। মেলায় বিক্রিও হচ্ছে ভালো। মেলা চলবে বুধবার ১৪ জানুয়ারি পর্যন্ত।

মাছ বিক্রেতা মো. রফিক আলী বলেন, মেলায় নদী ও হাওরের মাছ নিয়ে এসেছেন বিক্রেতারা। ছোট দেশীয় প্রজাতির মাছের দিকে ক্রেতাদের চোখ। মেলায় বিভিন্ন আকারের বোয়াল, রুই, কাতলা, চিতল,মৃগেল, কার্প, বাঘাইড়সহ বিভিন্ন প্রজাতির মাছ উঠেছে। প্রচুর পরিমানে মাছের আগমনে দামও অনেকটা কম। কমদামে মাছ কিনতে পেরে মেলায় আসা ক্রেতারাও সন্তুষ্ঠি প্রকাশ করছেন।

মাছ কিনতে আসা রনি মিয়া বলেন, এ মেলা আমাদের এলাকার ঐতিহ্য। আমরা প্রতিবছর অপেক্ষায় থাকি কখন মেলা শুরু হবে। কারণ অনেক দুর্লভ প্রজাতির মাছ আছ উঠে মেলায়। যা মেলা ছাড়া তেমন একটা চোখে পড়েনা।
এছাড়া মেলায় বিভিন্ন ধরনের খাবার হোটেলসহ বিভিন্ন খাবারের দোকানসহ প্রসাদনী, কাপড়, কসমেটিকস ছাড়াও নানান ধরণের খাবার আইটেম এবং কৃষি যন্ত্রপাতিসহ হরেক নকমের পণ্যের দোকান নিয়ে বসেছেন বিক্রেতারা। মেলায় মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন স্থান থেকে ক্রেতা ও দর্শনার্থীরা আসেন।

মুল্যবান মতামত ব্যক্ত করুন।