জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি //
সিলেটের জৈন্তাপুর হাইওয়ে তামাবিল মহাসড়কে মাটি বোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন।
নিহত ওই নারী যাত্রীর নাম মায়ারুন নেসা (৪০)। তিনি গোয়াইনঘাট উপজেলার লামা কুটাপাড়া গ্রামের হাজী সাহিদ আহমেদের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১২ জানুয়ারি) নিহত মায়ারুনকে বহনকারী নাম্বারপ্লেট বিহীন সিএনজি চালিত অটোরিকশা সিলেট অভিমুখে যাচ্ছিলো। বেলা ১১টার দিকে অটোরিকশাটি তামাবিল মহাসড়কের করিচেরপুল কুলাইমুড়া নামক স্থানে এসে পৌছালে মাটি বোঝাই একটি ড্রামট্রাকের ( রেজি নং- ঢাকা মেট্রো -ড-১১-৬০৫১) সাথে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়।
স্হানীয় সূত্রে জানা গেছে, ঘাতক ওই ট্রাকটি পাশ্ববর্তী জমি থেকে মাটি পরিবহন করছিলো। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা ও তামাবিল হাইওয়ে থানা পুলিশ টিম এসে ঘটনাস্থলে পৌছে নারীর মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ । তিনি জানান ঘাতক ট্রাকটিকে আটক করে হাইওয়ে পুলিশ হেফাজতে দেয়া হয়েছে। নিহত নারীর সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে তিনি নিশ্চিত করেছেন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.