আদালত প্রতিবেদক //
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) হাসানুজ্জামান রিপনের লেখা প্রথম গ্রন্থ ‘বলা বাহুল্য’র মোড়ক উন্মোচন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কনফারেন্স রুমে এ মোড়ক উন্মোচন করা হয়।
এ সময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা, অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম, প্রখ্যাত কথাসাহিত্যিক সাদাত হোসাইন এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতি রেজিস্ট্রার হাসানুজ্জামান রিপনের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও লেখক তার সৃষ্টিশীল কর্মের মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর দ্বারপ্রান্তে নিয়ে যাবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.