শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌষ সংক্রান্তি উপলক্ষে চলছে ৩দিনের মাছের মেলা। মেলায় বিক্রেতারা নিয়ে এসেছেন হাওর, বিল ও নদীর দেশীয় প্রজাতির মাছ। এরম মধ্যে বড় বড় রুই, বোয়াল ও ছিতল মাছ গুলোই ক্রেতা ও দর্শনার্থীদের নজর কাড়ছে।
আজ মঙ্গলবার থেকে মেলা শুরু হলেও মুল বাজার শুরু হবে বুধবারে। মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গল মাছ বাজারে পৌষসংক্রান্তির মাছের মেলায় একটি বোয়াল মাছ বিক্রি হয়েছে ৬৫ হাজার টাকায়। ৪০ কেজি ওজনের এই বোয়াল মাছটি বাজারে এনেছেন মৎস্য ব্যবসায়ী রোহিত মিয়া। তিনি বিশাল আকারের বোয়াল মাছটির দাম হাঁকান ৯০ হাজার টাকা। এক পর্যায়ে দরদাম করে ৫৫ হাজার টাকায় মাছটি কিনে নেন শ্রীমঙ্গল উত্তরসুর গ্রামের দুবাই প্রবাসী মিসবা উদ্দিন।
এছাড়াও বড় বড় রুই, আইড়, কাতল, চিতল, বোয়াল, মৃগেল, কার্প মাছের পাশাপাশি বাজারে এসেছে নানান প্রজাতির দেশীয় ছোট মাছ। শ্রীমঙ্গলে এই মাছের মেলায় বিক্রিও হচ্ছে ভালো।
মেলায় আসা মো. কাসেম মিয়া বলেন, মেলায় প্রচুর মাছ এসেছে। তবে এসব মাছ বড়লোকদের জন্য। আমরা শুধু দেখে যাচ্ছি। যদি সাধ্যের মধ্যে কোনো মাছ পাই, তাহলে কিনে নিব।
আরেক ক্রেতা লিটন শীল জানান, পৌষ সংক্রান্তির মেলায় বড় মাছ কেনা একটি ট্র্যাডিশন হয়ে গেছে। তাই বিশেষ এই সময়টায় বাজারে আসি।
শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন দ্য ডেইলিমর্নিংসান'কে বলেন, পৌষ সংক্রান্তি উপলক্ষে বাজারে বড় বড় মাছ আনা হয়। তবে গত বছরের তুলনায় এবারের মেলায় মাছের সরবরাহ কিছুটা কম। উৎসবমূখর এই মাছের মেলায় ক্রেতা দর্শনার্থীরে ভিড় লক্ষ করা গেছে। আগামীকাল বুধবার পর্যন্ত মেলা চলবে।
সংবাদের সাথে যুক্ত থাকুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.