• ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈদেশিক সম্পর্ক বজায় থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা

admin
প্রকাশিত ১৫ জানুয়ারি, বুধবার, ২০২৫ ২৩:৩৫:৫৪
চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈদেশিক সম্পর্ক বজায় থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকা //


অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ তার নিজের স্বার্থ রক্ষা করে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে বৈদেশিক সম্পর্ক রক্ষা করবে।

বুধবার (১৫ জানুয়ারি) আসন্ন চীন সফর উপলক্ষে সচিবালয়ে এক ব্রফিংয়ে তিনি এ কথা বলেন।

মো. তৌহিদ হোসেন বলেন, ভারত, চীন ও যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। তিনটি দেশের সঙ্গে আমাদের সম্পর্ক গুরুত্বপূর্ণ। আমরা ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষা করব। কাউকে অসন্তুষ্ট করতে চাই না। নিজেদের স্বার্থ রক্ষা করে তাদের সঙ্গে সম্পর্ক রাখব।

ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বিষয়ে এক প্রশ্নে উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো বড় রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সরকারনির্ভর নয়। নতুন সরকার যখন আসবে তাদের কিছু বক্তব্য থাকতে পারে। সেটা আমরা দেখব। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন সরকার আসার পর বাংলাদেশের সঙ্গে সম্পর্কে হোঁচট খাবে তা আমরা মনে করি না।

তিনি বলেন, সম্পর্ক একটি বহমান জিনিস। স্বাভাবিকভাবে চলবে। পারস্পরিক চাওয়া-পাওয়ার পরিবর্তন কমবেশি সবসময়ই হয়। তখন আমরা যে পদক্ষেপ নেয়ার, আমরা তা নেব এবং পারব।

আগামী ২১ থেকে ২৩ জানুয়ারি চীন সফর করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এসময় বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বেইজিং ও সাংহাইয়ে পৃথক গবেষণা সংগঠনে বক্তব্য দেয়ার কথা রয়েছে। এছাড়া কয়েকটি প্রযুক্তি কারখানাও পরিদর্শন করবেন তিনি।

মতামত জানান।