• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মাধবপুরে আ.লীগ পন্থি সাংবাদিক মিজান গ্রেপ্তার

admin
প্রকাশিত ১৮ জানুয়ারি, শনিবার, ২০২৫ ২২:৩৮:৪৯
মাধবপুরে আ.লীগ পন্থি সাংবাদিক মিজান গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি //


হবিগঞ্জের মাধবপুরে মিজানুর রহমান নামে এক আওয়ামী লীগ পন্থি সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা করার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা সূত্র জানায়, মাধবপুর থানার এসআই শাহনুর ও তার ফোর্স অভিযান চালিয়ে মীরনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

প্রসঙ্গত, মিজানুর রহমান স্থানীয় আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আছেন। এছাড়া মাধবপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও কর্মরত আছেন।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগের মামলায় দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নিয়মিত সংবাদের সাথে যুক্ত থাকুন।