ঢাকা //
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, দেশটির সঙ্গে আগের মতোই সম্পর্ক থাকবে বাংলাদেশের। ভবিষ্যতেও দুই দেশের সম্পর্কে কোনো চিড় ধরবে না, বরং তা আরো গভীর হবে। রবিবার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা জানান তিনি।
সোমবার (২০ জানুয়ারি) তিন দিনের সফরে বেইজিং যাচ্ছেন তৌহিদ হোসেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম দ্বিপক্ষীয় সফর। সাক্ষাতে পররাষ্ট্র উপদেষ্টার আসন্ন সফর নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তৌহিদ হোসেনের চীন সফর গুরুত্বপূর্ণ। দেশটি সবসময় বাংলাদেশে বন্ধু হিসেবে ছিল এবং ভবিষ্যতে থাকবে। তাদের সঙ্গে এদেশের আগের মতো সম্পর্ক থাকবে। ভবিষ্যতে তা আরো গভীর হবে।
তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের তরফে যেসব চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে সেগুলোর ব্যত্যয় ঘটবে না। তিস্তা প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে চীন। আমি মনে করি, এটার সমাধান হবে।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের সহযোগিতার বিষয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ চাইলে চিকিৎসা সরঞ্জাম দিতে রাজি চীন। এদেশের মানুষকে সার্বিক সহযোগিতায় করতে চায় দেশটি।
সংবাদের সাথে সংযুক্ত থাকুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.