• ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে হরতালের সমর্থনে ছাত্রলীগ-যুবলীগের মিছিল

admin
প্রকাশিত ১৯ জানুয়ারি, রবিবার, ২০২৫ ২৩:০৪:১৯
হবিগঞ্জে হরতালের সমর্থনে ছাত্রলীগ-যুবলীগের মিছিল

হবিগঞ্জ, স্টাফ রির্পোটার //


হবিগঞ্জ শহরে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল করেছে। ১৮ জানুয়ারি শনিবার সন্ধ্যার পর চৌধুরী বাজারে ছাত্রলীগ নেতা নাতিরাবাদের সুজন আহমেদের নেতৃত্বে হরতালের সমর্থনে চোরাগুপ্তা মিছিল করে। তাদের মিছিলে ওই এলাকার সাধারণ মানুষের মাঝে আতংক দেখা দেয়।

স্থানীয়দের অভিযোগ ওই মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন আসামি ছিলো। মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা তারেক মাহমুদ, মেহেদী হাসান ফাহিম, যুবলীগ নেতা ফাহিম, আব্দুল মালেক প্রমুখ।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আপনাদের যে কোন মতামত সাদরে গ্রহণ করা হবে।