• ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জ নতুন স্টেডিয়ামের পাশেই মিলল লাশ

admin
প্রকাশিত ১৯ জানুয়ারি, রবিবার, ২০২৫ ২২:৩০:৫২
হবিগঞ্জ নতুন স্টেডিয়ামের পাশেই মিলল লাশ

প্রতিনিধি, হবিগঞ্জ, জুয়েল চৌধুরী //


হবিগঞ্জ শহরের নতুন স্টেডিয়ামের পাশের একটি জমি থেকে মঞ্জব আলী (৫৩) নামে এক মানসিক ভারসম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে লাশটি পড়ে থাকতে দেখে সদর থানায় খবর দিলে এসআই হুমায়ূন কবিরের নেতৃত্বে একদল পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে। সে সদর উপজেলার লুকড়া মধ্য গ্রামের মৃত রওশন আলীর পুত্র।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।” এ ছাড়া সে ভবঘুরে ছিলো। অধিকাংশ সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন তিনি। গতকাল সকালে সে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে যায়নি।

ওসি আলমগীর কবির জানান, তার পরিবার ও স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিতে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন।”

মতামত জানান।