জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি //
সিলেটের জকিগঞ্জে টমটমের ধাক্কায় শিশু শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিশু সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের জুবায়ের আহমদ খানের ছেলে ইউসুফ খান (৬)। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার বাবুর বাজারে ঘটনাটি ঘটে।
জানা গেছে, ইউসুফ খান বাবুর বাজারের স্থানীয় একটি কিন্ডারগার্ডেনের শিশু শ্রেণির ছাত্র। সকাল সাড়ে ৯ টার দিকে মায়ের সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার পথে রাস্তা ক্রসিং করার সময় একটা টমটম গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে সে আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার মা সাফওয়ানা ফেরদৌস। কিন্তু জখম গুরুতর না হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। পরে দুপুরের দিকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে আবারও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনাকে নিছক দুর্ঘটনা উল্লেখ করে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেন শিশুটির মা সাফওয়ানা ফেরদৌস। পরে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, নিহত শিশুর মায়ের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.