আদালত প্রতিবেদক //
হবিগঞ্জের নবীগঞ্জে নারীকে হত্যার দায়ে আবু ইউসুফ (২৭) নামের এক ঘাতককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাস সহ ৩ বছরের কারাদন্ড দিয়েছেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সৈয়দ মোঃ কায়সার মোশারফ ইউসুফ।
গতকাল সোমবার বিকালে আসামির উপস্থিতিতে এ দন্ডাদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি মোঃ আফজাল আলী। আসামী পক্ষে ছিলেন মামুন আহমেদ।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার শাহবাজপুর গ্রামের মৃত মর্তুজ আলীর পুত্র আবু ইউসুফ ২০১৫ সালের ২৮ জানুয়ারি সকাল ৭টায় তার স্ত্রী তাসলিমা বেগমকে চা দিতে বলেন। এতে তাদের মাঝে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দা দিয়ে তাসলিমাকে আঘাত করে রক্তাক্ত করে। তাকে রক্ষা করতে আলেকচাঁন বিবি ও রাজা মিয়া এগিয়ে এলে ইউসুফ তাদেরও কুপিয়ে আহত করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে ইউসুফকে আটক করে এবং আহতদের উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার সময় জরুরি বিভাগে গিয়ে আলেকচাঁন বিবি মারা যায়।
এদিকে ইউসুফকে লোকজন নবীগঞ্জ থানায় সোপর্দ করে। অপর দুই আহত দীর্ঘদিন মৃত্যুর সাথে লড়ে সুস্থ হয়ে উঠেন। এ ঘটনায় ওয়াহিদ মিয়ার স্ত্রী ও ইউসুফের ভাবী নেহার বেগম বাদি হয়ে নবীগঞ্জ থানায় ২০১৫ সালের ২৯ জানুয়ারি মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরেরই ২১ মে আদালতে চার্জশীট দাখিল করেন। সাক্ষী প্রমাণ শেষে বিচারক গতকাল এ রায় দেন এবং রায় শেষে আসামীকে কারাগারে প্রেরণ করেন।
নিয়মিত সংবাদের সাথে যুক্ত থাকুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.