হবিগঞ্জ, স্টাফ রির্পোটার //
মুসলমানদের শেষ ঠিকানা কবরস্থান। কিন্তু এই কবর স্থান থেকেই জোরপূর্বক মাটি কেটে নিয়ে যাচ্ছেন প্রভাবশালী সাবেক চেয়ারম্যান বাগাল মিয়া ও তার ভাই আক্তার মিয়া।
জানা যায়, রাজিউড়া গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র বাঘাল মিয়া ও তার ভাই জোরপূর্বক দিনে দুপুরে এক্সেভেটর ও ট্রাক্টর দিয়ে জেএল নং-১১৩, খতিয়ান নং-১০১, দাগ নং-২৪৯, ২২৭ ও ২৫০ এর সরকারি কবরস্থান থেকে মাটি কেটে নিয়ে অন্যত্র বিক্রি করছেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষে মোঃ মধু মিয়া উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে অভিযোগ দায়ের করেন। এতে তিনি উল্লেখ করেন কবরস্থানটি এলাকাবাসীর। এতে বছরখানেক আগে মাটি ভরাট করে চারা রোপনসহ নানাকাজে ব্যবহার করে আসছেন। কিন্তু সাবেক চেয়ারম্যান বাগাল ও তার ভাই আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে কবরস্থান থেকে সাইনবোর্ড সরিয়ে মাটি কেটে পাচার করছেন। এতে কবর স্থানটি ভেঙ্গে খানাখন্দে পরিণত হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
নিয়মিত সংবাদের সাথে যুক্ত থাকুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.