• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

৫নং ফতেপুর ইউপি বিএনপির ৭নং ওয়ার্ড শাখার কর্মী সমাবেশ

admin
প্রকাশিত ২১ জানুয়ারি, মঙ্গলবার, ২০২৫ ০০:৫৫:১৭
৫নং ফতেপুর ইউপি বিএনপির ৭নং ওয়ার্ড শাখার কর্মী সমাবেশ

মো: আব্দুল্লাহ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি //


সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ড পশ্চিম বালিপাড়া শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে হরিপুর বাজারস্থ হযরত শাহ্ আহমেদ আলী (রহঃ) বালিপাড়া মিলনায়তনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।

৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ড পশ্চিম বালিপাড়া শাখার সভাপতি রফিক আহমেদ’র সভাপতিত্বে ও হযরত শাহজালাল রহ. ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাহ্ মোহাম্মদ কিবরিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহিবুল হক মুহিব।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক মেম্বার, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হামিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামীদ, উপজেলা বিএনপির বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, নেতা ও বিশিষ্ট মুরব্বি নুরুল ইসলাম (কলাই), কমই মিয়া, ইউসুফ আলী, মো: কালা মিয়া, রশিদ আহমেদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সহ- সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, সিনিয়র সহ- সভাপতি হাজী হারুন মিয়া, সহ-সভাপতি ইন্তাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, তথ্য বিষয়ক সম্পাদক মুছা মিয়া বিএনপি নেতা কাশিম আলী, ফখরুল ইসলাম, জামাল উদ্দিন, যুবদল নেতা মাহমুদ আলী, কবির আহমেদ, শামীম আহমেদ, ৫নং ফতেপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সুয়েব আহমেদ, সহ-সভাপতি এম শাহীদ আলী, প্রচার সম্পাদক ইসমাইল আলী ইয়াছা, ইউ/পি সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, ইউ/পি শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইলিয়াছ আলী, ছাত্র দল নেতা সায়েল আহমেদ, সুয়েব আহমেদ, আরিফ উদ্দিন আকিল প্রমুখ।

এসময় প্রবীণ রাজনীতিবিদ জাতীয়তাবাদী দল বিএনপি ৫নং ফতেপুর ইউনিয়ন শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউ/পি সদস্য আব্দুর রকিব মেম্বার দীর্ঘদিন থেকে অসুস্থ থাকায় তাহার সুস্থতা কামনা করেন। বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

মতামত জানান।