• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে ডিবির অভিযানে বিপুল পরিমাণ চিনি জব্দ সহ আটক ২

admin
প্রকাশিত ২২ জানুয়ারি, বুধবার, ২০২৫ ০১:০৭:৫৭
মৌলভীবাজারে ডিবির অভিযানে বিপুল পরিমাণ চিনি জব্দ সহ আটক ২

মৌলভীবাজার প্রতিনিধি //


মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাথা (ডিবি) পুলিশের অভিযানে অবৈধ ভাবে আমদানি করা বিপুল পরিমাণ ৯৪০ কেজি চিনি জব্দ করা হয়েছে। এসময় ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করা হয়।

সোমবার (২০ জানুয়ারি) রাতে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কলারগাও যাত্রী ছাউনি এলাকা থেকে একটি মালবাহী ট্রাকের ভেতর থেকে ৫০ কেজি ওজনের ১৮৮ বস্তা চিনি জব্দ করা হয়। এসময় ইয়াসিন আলী (২৫) এবং রিফাত হাসান দিপু (২২) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেন ডিবি সদস্যরা।

জেলা গোয়েন্দা শাখার এসআই মাহমুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সিলেট থেকে আসা একটি ট্রাক তল্লাশি করি। ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ১৮৮ বস্তায় মোট ৯ হাজার ৪০০ কেজি চিনিসহ একটি ট্রাক জব্দ করি।

জব্দকৃত চিনির আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা।

তিনি জানান, চিনি পাচারকারী এই চক্র সিলেট জেলার জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে কুমিল্লা নিয়ে যাচ্ছিল। তারা পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য চিনির উপর পাথর সাজিয়ে চিনি পাচারের চেষ্টা করছিল।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আবুল কাশেম সরকার জানান, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে আটককৃত দুইজনই সিলেটের জৈন্তাপুর থানা এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি)/ডি ধারায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

মতামত জানান।