• ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলকদ, ১৪৪৬ হিজরি

শ্রীমঙ্গলে স্কুল বাজেট প্রণয়নে নাগরিক সচেতনতা বিষয়ক টাউনহল সভা

admin
প্রকাশিত ২২ জানুয়ারি, বুধবার, ২০২৫ ০০:৫৭:৫০
শ্রীমঙ্গলে স্কুল বাজেট প্রণয়নে নাগরিক সচেতনতা বিষয়ক টাউনহল সভা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অংশগ্রহনমুলক স্কুল বাজেট প্রণয়নে নাগরিক সচেতনতা বিষয়ক টাউনহল সভা অনু্ষ্টিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স এণ্ড ডেভেলপমেন্ট এর সহযোগিতায় এবং মাল্টিপারপাস সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট এসোসিয়েশন (MSEDA) এর বাস্তবায়নে এই সভা অনু্ষ হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন MSEDA সভাপতি মিজানুর রহমান আলম।

এসময় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন এমসিডা’র প্রজেক্ট ম্যানেজার আমিনুর রশীদ। তাকে সহযোগিতা করেন MSEDA ফাইন্যান্স এণ্ড এডমিন অফিসার শিরিন বেগম।

আরো উপস্থিত ছিলেন আইআইডি’র মনিটরিং অফিসার রিপন মৃধা। টাউনহল সভায় অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ উপজেলার ৪০ জন নারী-পুরুষ অংশগ্রহন করেন।

মতামত ব্যক্ত করুন।