মো: আব্দুল্লাহ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি //
“বন্ধুত্ব ভালবাসার এক সীমাহীন বন্ধন” এই স্লোগানকে সামনে রেখে বিপুল উৎসাহ, আনন্দঘন উচ্ছ্বাসের মধ্য দিয়ে সিলেটের জৈন্তাপুরের ঐতিহ্যবাহী স্কুল হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০২১ এর বন্ধু মহলের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি ) সকাল ৭ টায় হরিপুর বাজারস্থ স্কুল মার্কেট সংলগ্ন থেকে এসএসসি ব্যাচ ২০২১ এর বন্ধু তারেক আহমেদ, আলী আসকর, জাহাঙ্গীর আলম, সুহাগ আহমেদ, আশরাফ আহমেদ'র পরিচালনায় সকল বন্ধুদের সরব উপস্থিতিতে সকাল ৮টার দিকে হরিপুর থেকে যাত্রা শুরু করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাউয়াছড়া জাতীয় উদ্যান ও অন্যান্য পর্য্যটন কেন্দ্রে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
আনন্দ ভ্রমণ উপলক্ষে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ, ফটোসেশন এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ ২৯২১এর বন্ধু মহলের বন্ধু মোঃ তারেক আহমেদ, আলি আসকর, জাহাঙ্গীর আলম, আশরাফ আহমেদ, শাহ্ মোহাম্মদ আবু তালহা , জসিম উদ্দিন, সহিদ আহমেদ, ইলিয়াস আলি সাজু,আলি আমজাদ, আদনান আহমেদ, শাহাদাত হোসেন, সোহাগ আহমেদ, জয়েদ আহমেদ, সাকিল আহমেদ, মিজান আহমেদ, কাওসার আহমেদ, আমিন আহমেদ, সালমান আহমেদ, সুমন আহমেদ, সুহেব আহমেদ, তোফায়েল আহমেদ, রাহিম আহমেদ, কাওসার আহমেদ,নোমান আহমেদ, মামুন, তানভীর, মোসাহিদ আহমেদ, হাফিজ উল্লা, নোয়েদ আহমেদ, রায়হান, জাকারিয়া, নাইম আহমেদ, লাল মিয়া,মইনুল, জহির আহমেদ, সাকিল আহমেদ, নোমান শিকদার, কাওসার আহমেদ, অজয় সরকার পলাশ, নুর মোহাম্মদ, ইয়ামিন আহমেদ, সিদ্দিক আহমেদ, ইলিয়াস আহমেদ, রাহিম আহমেদ, সহিদ আহমেদ, কাওসার আহমেদ, মামুন মির্জা প্রমুখ।
উক্ত আনন্দ ভ্রমনে সার্বিক সহযোগিতা করেন ২০২১ ব্যাচের বন্ধু পর্তুগাল প্রবাসী জুয়েল মান্না, সৌদি প্রবাসী ইয়াজ উদ্দিন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এনাম আহমদ, জহির উদ্দিন প্রমুখ।
ভ্রমণে অংশকারী এসএসসি ব্যাচ ২০২১ এর বন্ধু তারেক আহমেদ বলেন, “বন্ধুত্ব ভালবাসার এক সীমাহীন বন্ধন” স্লোগান নিয়ে আমরা হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২১ এসএসসি ব্যাচের বন্ধুদের নিয়ে তৈরি করেছিলাম ফেসবুক ভিক্তিক একটি মেসেঞ্জার ও হোয়াটসআ্যপ গ্রুপ। আমরা চাইলেও আমাদের শৈশব কালে ফিরতে পারবো না কিন্তু আমাদের বন্ধুদের সাথে আড্ডা ও ভালবাসা দিয়ে প্রতিটি জীবন আলোকিত করার চেষ্টা করব। আগামীতেও আমাদের বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক শত ব্যস্ততার ভিড়ে সেটা প্রত্যাশা সকলের কাছে।
এই ভ্রমণ শান্তি শৃঙ্খল ভাবে সফল হওয়াতে সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে তারেক আহমেদ আরও বলেন, এসএসসি ব্যাচ ২০২১ এর এই আনন্দ ভ্রমণে অনেক বন্ধুরা কর্মব্যস্ততায় ও দূর প্রবাসে থাকার কারণে ভ্রমণে অংশ নিতে পারেন নাই তাই আমরা আগামীদিনে সকল বন্ধুদের সম্মতিক্রমে আরও বড় পরিসরে একটি আনন্দ ভ্রমণের আয়োজন করবো 'ইনশাআল্লাহ'।
দিনব্যাপী মৌলভীবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা ( লাউছড়া জাতীয় উদ্যান, বদ্যভূমি, শ্রীমঙ্গল চা বাগান) পরিদর্শন করে বিকেলে মৌলভীবাজার চা বাগান নিজস্ব রান্না করা খাবার পরিবেশন শেষে সিলেট জৈন্তাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে হরিপুর এসে আনন্দ ভ্রমনের সমাপ্তি হয়।
সংবাদ পড়ুন, মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.