ঢাকা //
সরকারের কোনো উপদেষ্টা নতুন রাজনৈতিক দল গঠনের সঙ্গে যুক্ত হলে তারা সরকারে থাকবেন না বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একইসঙ্গে নতুন কোনো দল গঠনে অন্তর্বর্তীকালীন সরকার পৃষ্ঠপোষকতা করছে না বলেও জানান তিনি।
বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিবিসি বাংলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের দেওয়া এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে নির্বাচন, নতুন রাজনৈতিক দল, নিরপেক্ষ সরকার প্রভৃতি প্রসঙ্গ আলোচনায় আসে।
মির্জা ফখরুলের বক্তব্য প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমি বক্তব্যের মূল নির্যাস যেটা বুঝেছি সেটা হলো- সরকার যেন নিরপেক্ষতা হারিয়ে না ফেলে। আমি মনে করি, এটা নিশ্চিতভাবেই বলা যায়- সরকারের নিরপেক্ষতা হারানোর কোনো সুযোগ নেই। যেহেতু এটি বিশেষ প্রেক্ষাপটে আসা একটা সরকার, এটা তত্ত্বাবধায়ক না, এটা অন্তর্বর্তীকালীন সরকার। যেহেতু এটা গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গঠিত একটি সরকার, সেখানে গণঅভ্যুত্থানের সঙ্গে সরাসরি জড়িত এবং নেতৃত্ব দেওয়া যে গোষ্ঠী, তাদের থেকে তিনজন প্রতিনিধি আমাদের এখানে আছেন।
তিনি আরও বলেন, এ প্রতিনিধি হিসাবে তারা তিনজন দল গঠন করছেন বা নাগরিক কমিটিতে আছেন, মোটেই এরকম নয়। যদি তারা কখনো মনে করেন নতুন কোনো দল গঠন পক্রিয়ায় তারা সম্পৃক্ত হবেন, তাহলে তারা সরকার ছেড়ে দেবেন। সরকার ছেড়ে গিয়ে দল গঠন করতে পারেন। যে কোনো মানুষই যে কোনো সময় দল গঠন করার প্রক্রিয়ায় যুক্ত হতে পারেন। তখন তিনি আর সরকারে থাকতে পারবেন না।
তিনি আরও বলেন, সরকারের নিরপেক্ষতা হারানোর ব্যাপারে যে প্রশ্ন তোলা হয়েছে, আমি এর উত্তরে বলব, এরকম কোনো সুযোগ আসলে নেই। সরকারে থেকে কেউ দল গঠন করবে না। যদি কেউ দল গঠন করতে চায়, সরকার থেকে চলে যাবে এবং তারপর দল গঠন করবে। আর আমি ওনার সাক্ষাৎকার যেটুকু পড়েছি, উনি সরকারের সঙ্গে ওনাদের যে আস্থার সম্পর্ক রয়েছে, সেটা বারবার বলেছেন।
রাজনৈতিক দল গঠনে সরকার পৃষ্ঠপোষকতা করছে- এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এরকম অভিযোগ ভিত্তিহীন। যদি এরকম অভিযোগ থাকে, তাহলে বলব- আমি কোনো ভিত্তি খুঁজে পাচ্ছি না। সরকার কীভাবে পৃষ্ঠপোষকতা করবে? সরকারের মধ্যে কে পৃষ্ঠপোষকতা করছে? আশঙ্কার জায়গা থেকে ওনারা যেটা বলেছেন, সতর্কবার্তা হিসাবে নেওয়াই যায়। কিন্তু এটা এখন পর্যন্ত আমি কোনো ভিত্তি দেখতে পাচ্ছি না। সরকার কোনোভাবেই পৃষ্ঠপোষকতা করছে না।
তিনি আরও বলেন, আরেকটা কথা বলি- এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, উপদেষ্টা পরিষদ গঠনের ক্ষেত্রেও কিন্তু সব রাজনৈতিক দল সম্পৃক্ত ছিল। আমরা কিন্তু ছিলাম না। ওনারা মিলে আমাদের নির্বাচিত করে, মনোনীত করে এনেছেন। সেক্ষেত্রে যারা আন্দোলন করেছেন, তারা তো সবচেয়ে আগে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাদের মধ্যে যদি কেউ দল গঠন করে, তাহলে ‘দে উইল নট বি পার্ট অব দ্য গভর্নমেন্ট অ্যানিমোর’।
আপনাদের মুল্যবান মতামত প্রকাশ করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.